ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ইউএসএ প্রেসিডেন্ট নির্বাচন

ব্যবসায় মিথ্যা ক্ষতি দেখিয়ে ১৮ বছর কর ফাঁকি দেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৬
ব্যবসায় মিথ্যা ক্ষতি দেখিয়ে ১৮ বছর কর ফাঁকি দেন ট্রাম্প ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ উঠেছে- তিনি প্রায় ১৮ বছর কর ফাঁকি দিয়েছেন। আর তিনি এই কর ফাঁকি দিয়েছেন তার ব্যবসায় ক্ষতি দেখিয়ে।

দেশটির অন্যতম জনপ্রিয় সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।  

প্রতিবেদনে বলা হয়, ১৯৯৫ সালের আয়কর বিবরণীতে ৯১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার ব্যবসায় ক্ষতি দেখিয়েছেন ট্রাম্প। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ১৮ বছর কর ফাঁকি দেন রিপাবলিকান দলের এই প্রার্থী।

রোববার (০৩ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ১৯৯৫ সালের দিকে ট্রাম্পের ব্যবসার অবস্থা ভালো ছিল। কিন্তু কর ফাঁকি দিতে তিনি ব্যবসায় ক্ষতি দেখিয়েছেন।

ইউনিভার্সিটি অব স্যান ডিয়াগো স্কুল অব ল’র ট্যাক্স প্রোগ্রামের ডিরেক্টর হাওয়ার্ড আব্রামস জানান, ট্রাম্প ব্যবসায় ক্ষতির বিষয়টি তুলে ধরেছিলেন বাড়তি কিছু লাভের আশায়।

যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি ট্রাম্প।

তবে নিউ ইয়র্ক টাইমসের ওই প্রতিবেদন প্রকাশ হওয়ার পর ট্রাম্পের প্রচারশিবির থেকে অভিযোগ জানানো হয়, প্রতিবেদনটি ট্রাম্পের অনুমতি ছাড়াই প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ট্রাম্প অন্যান্য প্রেসিডেন্ট পদপ্রার্থীদের তুলনায় করবিধি সম্পর্কে সবচেয়ে বেশি জানেন। এবং তিনিই জানেন কিভাবে বিষয়টি সামলাতে হয়।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।